CNC মেশিন কি? (What is CNC Machine?) CNC মেশিন মূলত লেদ মেশিনের একটি আধুনিক সংস্করণ। এর পুরুনাম Computer Numerical Control. সিএনসি মেশিন এর ইতিহাস : বিভিন্ন মেশিন ও মেশিনের সুক্ষ যন্ত্রপাতি নিখুত এবং সঠিক পরিমাপে তৈরী করার জন্য 1751 সালে সর্ব প্রথম লেদ মেশিন আবিষ্কৃত হয়। কম্পিউটার ছাড়া যেমন বর্তমানে উন্নত জীবন ব্যবস্থা কল্পনা করা যায় না। তেমনি লেদ মেশিন ছাড়া যান্ত্রিক জীবন কল্পনাও করা যায় না। তাই লেদ মেশিন কে Mother of Machine বলা হয়। 1751 সালে লেদ মেশিন আবিষ্কারে যান্ত্রিক জীবনে যেমন নতুন দিগন্তের সূচনা হয় তেমনি কিছুদিন পরে এর কিছু সীমাবদ্ধতাও পরিলক্ষিত হয়। পরবর্তীতে পরিলক্ষিত সীমাবদ্ধতা গুলো দূর করে 1940-1950 সালে আবিষ্কৃত হয় Numerical Control System বা NC System. পরবর্তীতে 1960-1970 সাল ইং সময়ে এই NC System -এর সাথে কম্পিউটার যোগ করা হয়। তখন এর নাম দেওয়া হয় Computer Numerical Control বা সংক্ষেপে CNC. 1980-1990 সালে এই মেশিনকে আরও উন্নত করে সরাসরি ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেম যোগকরা হয়। যাকে Direct Numerical Control বা সংক্ষেপে DNC বলা হয়। বর্তমানে আমরা অনেকেই এই সিস...
Comments
Post a Comment